অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২২ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

বিএমটিএফ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামান সালেহ উদ্দিন ও তার স্ত্রী জুয়েলা নিলুফারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, সুলতানুজ্জামান সালেহ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সুলতানুজ্জামান সালেহ উদ্দিন নিজ এবং স্ত্রীর নামে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সময় রয়েছে মর্মে জানা যায়। অভিযুক্তরা অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগে বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

এমআইএন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।