‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মামলায় দুই আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২২ জুন ২০২৫
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান

ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমা পাইরেসির অভিযোগে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়ার দায়ের করা মামলার দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- মো. সাজেদুল ইসলাম (২৫) ও সাগর আহমদ (১৯)।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপদির্শক (এসআই) মোক্তার হোসেন।

গত ১৮ জুন এ মামলার তিন আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত। মামলার অপর আসামি হলেন, টিপু সুলতান (৩৫)। এদিন আসামিদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মামলার সূত্রে জানা যায়, আসামি টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন। যেখানে টিপু সুলতান এক নম্বর অভিযুক্ত ছিলেন।

এমআইএন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।