টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি

তিন আসামির মধ্যে একজনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ এএম, ১৪ জুলাই ২০২৫
হাইকোর্ট/ফাইল ছবি

অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম একজনের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট।

গত ৮ জুলাই হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রাজউকের তৎকালীন আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মো. খসরুজ্জামানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

রোববার (১৩ জুলাই) আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন দুদকের সিনিয়র অ্যাডভোকেট এমএ আজিজ খান।

তিনি বলেন, গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলা এখন তদন্ত চলছে।

দুদকের আইনজীবী এম এ আজিজ খান জাগো নিউজকে বলেন, তদন্ত চলাকালে স্থগিতাদেশ অপ্রত্যাশিত। এতে তদন্ত কাজটিই বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে আপিলের প্রস্তুতি চলছে, যাতে তদন্ত শেষে চার্জশিট হলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, লিখিত আদেশে পুরো মামলা নয়, শুধু পিটিশনার হিসেবে রাজউকের তৎকালীন লিগ্যাল অ্যাডভাইজর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ্ খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত বন্ধে নির্দেশনা দেওয়া হতে পারে।

এর আগে গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল ইসলাম। অপর দুজন হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।