কারাগারে কুরআন খতম দিয়েছেন পলক, চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৪ জুলাই ২০২৫
ছবি-জাগো নিউজ

জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকার রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।

ঢাকার আশুলিয়া থানা এলাকায় রাসেল গাজী হত্যা মামলায় এদিন পলককে আদালতে উপস্থিত করে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের ওপর শুনানি শেষে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

এদিন আদালতে শুনানি শুরুর আগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সাথে কথা বলতে থাকেন। এ সময় আইনজীবী কারাগারে পলকের কোনো কিছু প্রয়োজন আছে কি না জিজ্ঞাসা করেন। কোনো বই লাগবে কি না জিজ্ঞাসা করেন আইনজীবী। এখন কীভাবে সময় কাটাচ্ছেন কারাগারে এই প্রশ্নের উত্তরে পলক বলেন, ‌‌কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ এক খতম দিয়েছি।

এ সময় শারীরিক সুস্থতার বিষয়ে জানতে চান আইনজীবী রাখি। তখন পলক বলেন, আছি কোনো রকম। এ সময় পলকের কোমরে ব্যাকপেইন রোধক বেল্ট দেখা যায়।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জাগো নিউজকে বলেন, তিনি কারাগারে কোরআন শরীফ পড়ছেন। কারাগারেই এক খতম দিয়েছেন। কোমরে ব্যাকপেইন আছে।

শুনানি শেষে ১০টা ১৩ মিনিটে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে এজলাসে থেকে সিজিএমের হাজতখানায় নেওয়া হয়। তবে পলককে বিষণ্ন দেখা যায়। সাধারণ মানুষেরা পলককে দেখে কেমন আছেন জিজ্ঞাসা করেন। তখন পলক হাত উঁচু করে দোয়া করতে বলেন।

মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আন্দোলন করছিলেন মো. রাসেল গাজী (২৭)। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত রাসেল গাজী আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পত্তির ছেলে।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে অসংখ্য হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেছেন তিনি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

এমআইএন/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।