১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
ব্যারিস্টার এম সরোয়ার হোসেন-ছবি সংগৃহীত

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেফতার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।

জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে গ্রেফতার আছেন।

এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার। গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও গুম কমিশনে অভিযোগ দিয়েছিলেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

গুম-খুনের ঘটনায় ২২ অক্টোবর ট্রাইব্যুনাল ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠান। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার সেই ১৫ জনের পক্ষে মামলার শুনানিতে অংশ নেন। এ নিয়ে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। কারণ, আগে যে তিন সেনা কর্মকর্তার বিচার চেয়ে প্রসিকিউশন ও গুম কমিশনে সরোয়ার অভিযোগ দিয়েছেন, তাদের মধ্যে একজন গ্রেফতার ১৫ জনের মধ্যে রয়েছেন। অর্থাৎ, তিনি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিছুদিন পর তার পক্ষেই আদালতে মামলা লড়েছেন। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

তার এই কীর্তিকলাপ আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্ঠাচার বিধিমালার দ্বিতীয় অধ্যায়ের বিধি ৪ এর সঙ্গে সাংঘর্ষিক। সেখানে বলা হয়, ‘একজন আইনজীবী পরস্পরবিরোধী কোনো ব্যাপারে কোনো মক্কেলের প্রতিনিধিত্ব করতে পারবেন না।’

এর পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার সরোয়ার হোসেন ১৫ সেনা কর্মকর্তার মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তিনি সাংবাদিকদের বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেফতার হওয়া ১৫ সেনা কর্মকর্তার মধ্যে তাদের একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।

জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ২৯ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। অন্য দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন ও মেজর জেনারেল (অব.) মো. সারোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে গ্রেফতার আছেন।

এফএইচ/এসএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।