গুলশান হামলার ৪ অস্ত্র সরবরাহকারী কারাগারে


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৭ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অস্ত্র সরবরাহকারী নব্য জেএমবির চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩ নভেম্বর রাজধানীর দারুস সালাম থানার সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
ওই চারজন হলেন- মিজানুর রহমান ওরফে ছোট মিজান, মো. আবু তাহের (৩৭), মো. সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। এদের মধ্যে ছোট মিজান ভারত সীমান্ত থেকে অস্ত্র এনে তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দিতেন বলে জানায় পুলিশ।

২ নভেম্বর রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ‘নব্য জেএমবি’র এ চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ জানায়, তারা হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অস্ত্র সরবরাহকারী ছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা সবাই জেএমবির সক্রিয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ‘নব্য জেএমবি’র দেশব্যাপী হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেড তৈরির মূল উপকরণ ডেটোনেটর, জেল ও অস্ত্র গ্রেফতাররা ভারতীয় সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসতো।

জেএ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।