জেএমবি নেতা সাইদুর রহমানের বিচার শুরু


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জেএমবির তৎকালীন প্রধান মাওলানা সাইদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার অপর দুই আসামি হলেন আল্লাহ হেল কাফী ও আয়েশা আক্তার। এ দুইজন জামিনে পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জেএমবির তৎকালীন প্রধান সাইদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১০ সালের ২৫ মে রাজধানীর কদমতী থানা এলাকায় জিএমবির লিফলেট, বইসহ অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার উদ্দেশ্যে আসামিরা একত্রিত হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলায় সাক্ষী করা হয় ২১ জনকে।

জেএ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।