সাঁওতালদের পুনর্বাসনের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ করা সাঁওতালদের পুনর্বাসনের বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। গাইবান্ধার জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সাঁওতালদের বিষয় জারি করা রুলের শুনানিতে বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ  স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন সুপ্রকাশ দত্ত অমিত। রংপুর চিনিকলের পক্ষে শুনানি করেন এ এম মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে আইনজীবী  সুপ্রকাশ দত্ত বলেন, ৬ নভেম্বর উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ৩০ দিনের মধ্যে জানতে চেয়েছেন আদালত। এছাড়াও রুলও জারি করেছেন। রুলে উচ্ছেদকৃত সাঁওতালদের পুর্নবাসনের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

ভূমি সচিব, সমাজ কল্যাণ সচিব, শিল্পসচিব, গাইবান্ধার জেলা প্রশাসক,  গাইবান্ধার পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের ইউএনও এবং ওসিকে  রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের আগে আদালত বলেন, যারা উচ্ছেদ হয়েছে আমরা চাই তাদের পুনর্বাসন হোক।

এফএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।