আত্মসমর্পণ করে জামিন বাহাউদ্দিন নাছিরের


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২২ মে ২০১৭
প্রতীকী ছবি

সম্পদের বিবরণী দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিরের  জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।

পরে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের নভেম্বর মাসে সম্পদের বিবরণী দাখিল না করায় এবং তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় দুদক এ মামলাটি দায়ের করে।

জেএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।