হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী অন্তর্ভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
ফলাফল জানতে ক্লিক করুন : www.barcouncil.gov.bd
সোমবার দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌখিক পরীক্ষায় ২১৩০ জন অংশগ্রহণকারীর মধ্যে মোট ১৩৯৪ জন উত্তীর্ণ হয়েছেন।
চলতি বছরের ৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এবারের মৌখিক পরীক্ষায় মোট ২১৩০ জন অ্যাডভোকেট অংশগ্রহণ করেন।
এআর/এসএইচএস/এমএস