প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আত্তীকরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৬ জুন ২০১৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালই গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইভা দাসকে প্রধান শিক্ষক করে এবং ৫ সহকারী শিক্ষককে স্বপদে আত্তীকরণের নির্দেশনার রায় দিয়েছেন হাইকোর্ট।

জারি করা এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে মঙ্গলবার (২৫ জুন) হাইকোর্টের বিচারপতি বায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

সহকারী শিক্ষক পদে অপর চারজন হলেন- নাজমুন নাহার, শিখা রানী সাহা, হাসিনা বেগম ও সেলিনা আক্তার। রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে তাদের আত্তীকরণ বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। বিবাদীদের পক্ষে ছিলেন আইনজীবী ড. সৈয়দা নাসরিন। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোকেয়া আকতার।

রিট আবেদনের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, এ রায়ের ফলে প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের আত্তীকরণ করা বিদ্যালয়ে নিয়োগ পেতে আইনি পথ সুগম হলো।

এদিকে মঙ্গলবার (২৫ জুন) গোপালপুর প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হয়। ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ২০০৬ সালের ৩০ এপ্রিল যোগ দেন সেলিনা আক্তার। জাতীয়করণের পর উপজেলা যাচাই বাছাই কমিটি সহকারী শিক্ষক পদে সেলিনা আক্তারসহ চারজনের নিয়োগের জন্য সুপারিশ করেন। কিন্তু জেলা যাচাই বাছাই কমিটি তার নাম বাদ দিয়ে অন্যান্য শিক্ষকদের নাম সুপারিশ করে।

এতে ক্ষুব্ধ পাঁচজনের পক্ষে হাইকোর্টে রিট করেন শিক্ষিকা সেলিনা আক্তার। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানির পর তা নিষ্পত্তি করে এ রায় দেন হাইকোর্ট।

এফএইচ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।