অনলাইনে আইনজীবীদের ‘আড্ডা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৩ মে ২০২০

করোনাভাইরাসের কারণে বর্তমানে সব সচেতন নাগরিকই ঘরবন্দী। দেখা নেই একই অঙ্গনে কাজ করা সহকর্মী, বন্ধু ও আত্মীয়-স্বজনের সঙ্গে। তবে এই প্রতিবন্ধকতার মাঝেও কাছের এসব মানুষদের সঙ্গে সাক্ষাতের একটি বড় ও নিরাপদ মাধ্যম হলো অনলাইন।

আর এই মাধ্যমটি ব্যবহার করেই সহকর্মী আইনজীবীদের খোঁজ-খবর নিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় অনলাইনে এ ভার্চুয়াল আড্ডায় যুক্ত হন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সেখানে আড্ডার ছলে তারা একে অপরের খোঁজ খবর নেন। বিষয়টি জাগো নিউজকে জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি বলেন, ‘সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মুজিবুর রহমান মুজিবের আয়োজনে ম্যাসেঞ্জারে প্রাণবন্ত আড্ডা হয়েছে। সবার সঙ্গে সবার কুশল বিনিময় হলো। সে এক অন্যরকম অনুভূতি।’

সেখানে যুক্ত ছিলেন- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল এনাম চৌধুরী মিন্টু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আওলাদ হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল শামসুন্নাহার লাইজু, সহকারী অ্যাটর্নি জেনারেল নাজমা আফরিন সুমনা, সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস, সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা পারভীন ফ্লোরা, সহকারী অ্যাটর্নি জেনারেল ফেরদৌসী আকতার কল্পনা, অ্যাডভোকেট ফেরদৌস আল বসির এবং অ্যাডভোকেট ইসমাতুল্লা লাকী।

এ কে এম আমিন উদ্দিন মানিক আরও বলেন, ‘অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন আমাদের সকলের শ্রদ্ধাভাজন হিসেবে সকলের খোঁজ খবর নিতে এই আয়োজন করেন। তাই লকডাউনের মধ্যে কিছুক্ষণ ভালো সময় কাটল।’

এফএইচ/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।