কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় : কাভার্ডভ্যানসহ ধরা দুইজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৯ মে ২০২০

রাজধানীর খিলগাঁও থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- মো. সোহেল (৩৬) ও মো. মিজান (৪৫)। ঢাকা মহানগর হাকিম মিল্লাহ হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার(২৯ মে) তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুস সোবহান। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের খিলগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ইউসুফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ হাজার ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। তারা বিক্রয়ের জন্য কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা আসে। তাদের বিরুদ্ধে মাদক আইনে খিলগাঁও থানায় মামলা করা হয়।

জেএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।