আনোয়ার খান মডার্নের সঙ্গে সাব-রেজিস্ট্রারদের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০২ জুলাই ২০২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদফতরে কর্মরত সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা চিকিৎসা সেবা প্রদানের লক্ষে আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন একটি চুক্তি সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে হাসপাতালটিতেই অধিদফতরের মহা-পরিদর্শক শহিদুল আলম ঝিনুকের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পক্ষে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আনোয়ার হোসেন খান এমপি এবং বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. জিয়াউল হক ও মহাসচিব শেখ কাওসার আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এফএইচ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।