ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২১ জানুয়ারি ২০২১

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে তিনি নিজেই সাংবাদিকদের এ কথা জানান।

গত বুধবার (২০ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন জানিয়ে দেবাশীষ ভট্টাচার্য বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট— উভয় বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা।

গত বছর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিনকে (এ এম আমিন উদ্দিন) নিয়োগ দেয়ার পর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন।

২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

এফএইচ/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।