স্ত্রী হত্যা : আপিলেও খালাস পেলেন কিশোরগঞ্জের নজরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৩ জুন ২০২১

স্ত্রী হত্যা মামলায় ১৭ বছর আগে হাইকোর্ট থেকে কিশোরগঞ্জের নজরুল ইসলামের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মানসিক রোগী বিবেচনায় নজরুলের খালাসের রায় বহালই থাকছে।

বুধবার (২৩ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

১৯৯৮ সালের ১৩ ফেব্রুয়ারি স্ত্রী সালমাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন নজরুল ইসলাম। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। এরপর ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে নজরুল ইসলাম বলেন, সালমা তার আগেই ভাত খেতে বসায় রাগে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।

এ মামলায় নিম্ন আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষের সাক্ষীরা আদালতে তাদের দেয়া সাক্ষ্যে জানান, নজরুল ইসলাম আগে থেকেই মানসিক রোগে ভুগছিলেন। তিনি গরমকালেও ঘরের চালায় আগুন লাগিয়ে আগুন পোহাতেন। এমনকি মাঝে মাঝে রাস্তায় অন্য মানুষদেরও দৌড়ানি দিতেন নজরুল। গ্রেফতারের পর তাকে এজন্য ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। তবে, বিচার শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি নজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন।

এই রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। হাইকোর্ট শুনানি শেষে ২০০৪ সালের ২০ জানুয়ারি এক রায়ে তাকে খালাস দেন। মানসিক রোগী বিবেচনায় তাকে খালাস দেয়া হয়। এরপর কারাগার থেকে মুক্তি পান নজরুল ইসলাম। তবে, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০০৮ সালে আপিল বিভাগে আবেদন দাখিল করে।

আজ ওই আপিল আবেদনের ওপর শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত মানসিক রোগী বিবেচনায় হাইকোর্টের রায় বহাল রেখে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

এফএইচ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।