জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ৩ মার্চ


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুনীর্তি মামলার আসামি পক্ষের জেরার জন্য আগামী ৩ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সাদেক হোসেন খোকার আইনজীবী তাদের সাক্ষীকেও জেরা করবেন।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু আহমেদ জমাদার জেরার কার্যক্রম শেষ করে মামলার পরবর্তী শুনানির এ দিন নির্ধারণ করেন।

আজ আসামি হারিছ চৌধুরী, জিয়া উল ইসলাম মুন্নার পক্ষে জেরা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আগামী ৩ মার্চ সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলামের পক্ষে জেরা করা হবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। আজ মামলা শুনানি করে ৩ মার্চ নতুন দিন ধার্য করেন আদালত।  

এদিন আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশীদকে জেরা করেন তার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

এদিকে আজও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে যাননি খালেদা জিয়া। চিকিৎসার জন্য প্রায় দুই মাস লন্ডনে থেকে গতবছর ২১ নভেম্বর দেশে ফিরেন তিনি। এর আগেও মামলার কয়েকটি ধার্য তারিখে অসুস্থতার জন্য আদালতে হাজির হতে পারেননি তিনি। তার পক্ষে আইনজীবীর হাজিরা মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। গত ১৯ মার্চ দুই মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।