পুলিশের ওপর হামলা

ছাত্রশিবির নেতাসহ দুজন রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় ছাত্রশিবির নেতাসহ দুজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শাহজাহানপুর থানা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আহাদ মারুফ ও সদস্য হাবিবুর রহমান।

সোমবার (২ জানুয়ারি) তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জামাল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর দুপুর তিনটার দিকে জামায়াতে ইসলাম বাংলাদেশ, ছাত্রশিবির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মৌচাক থেকে মালিবাগ মোড়ের দিকে সরকার পতনের স্লোগান দেন। এসময় অস্ত্র সজ্জিত হয়ে গণমিছিল নিয়ে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর করেন। তাদের বাধা দিলে হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।

জেএ/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।