বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৭ মার্চ ২০১৬

অবৈধ অর্থের তথ্য গোপন করার অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায়ের ফলে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মামলার তদন্ত চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
 
দুদকের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, আপিল বিভাগের এই রায়ের ফলে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলাটির তদন্ত চলতে আর কোনো বাধা নেই।
 
তিনি বলেন, ‘দুদক মামলা করলে তদন্তাধীন অবস্থায় আ ফ ম বাহাউদ্দিন নাছিম হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট দুর্নীতির মামলাটি বাতিল করেছিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে আপিল করা হয়। আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগের রায়ে হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এতে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা রইলো না।’

এক কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদ গোপনের অভিযোগে ২০০৭ সালে রমনা থানায় বাহাউদ্দিন নাসিম ও তার স্ত্রী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করে দুদক। তদন্তাধীন অবস্থায় এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে হাইকোর্টে রিট দায়ের করেন বাহাউদ্দিন নাসিম। এ আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১১ সালের ১৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিল করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ২০১২ সালের ৪ মার্চ আপিল দায়ের করে দুদক। সোমবার দুদকের আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ।

এফএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।