মনাই ও হাবুলকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৭ মার্চ ২০১৬

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আব্দুল মান্নান মনাই মিয়া ও আব্দুল আজিজ হাবুলকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি আব্দুল মতিন পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আবেদনের উপর শুনানি করেন প্রসিকউটর মো. মোখলেসুর রহমান বাদল।

এরআগে রোববার সকালে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ট্রাইব্যুনালে মনাই ও হাবুলকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল হাবুলকে আগামী ৩ এপ্রিল ও মনাইকে ৪ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আগামী ২ মে তিন আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। ওই দিন মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১ মার্চ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর পর পরই মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা ও শাহবাজপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে মনাই ও হাবুলকে গ্রেফতার করে থানা পুলিশ।

২ মার্চ মনাই ও হাবুলকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।
 
আসামি তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, লুট, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

এফএইচ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।