আইনজীবী আলিফ হত্যা মামলায় ১১ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:০০ এএম, ২৭ জানুয়ারি ২০২৫
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ/ ফাইল ছবি

চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার ১১ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে আটটায় চট্টগ্রাম মহানগর হাকিম ষষ্ঠ আদালত কাজী শরীফ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ আলিফ হত্যা মামলায় ১১ আসামিকে আদালতে তোলে।

১১ আসামিকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল করিম।

গ্রেফতাররা হলেন- মামলার ৪ নম্বর আসামি প্রেমনন্দন দাস বুজা (১৯), ৫ নম্বর আসামি রনব দাস (২৪), ৬ নম্বর আসামি বিধান দাস (২৯), ৭ নম্বর আসামি বিকাশ দাস (২৪), ৮ নম্বর আসামি রুমিত দাস (৩০), ১৫ নম্বর আসামি রাজ কাপুর (৫৫), ১৭ নম্বর আসামি সামির দাস (২৫), ১৯ নম্বর আসামি শিব কুমার দাস (২৩), ২০ নম্বর আসামি ওম দাস (২৬), ২৫ নম্বর আসামি অজয় দাস (৩০) এবং ২৬ নম্বর আসামি দেবী চরণ (৩৬)।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফ হত্যা মামলায় কোতোয়ালি থানা পুলিশ ১১ আসামিকে আদালতে হাজির করে। আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

এমডিআইএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।