ফুলদানিতে ফুলের তোড়া টাটকা রাখতে পানিতে মেশাবেন যেসব উপাদান

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৬ জানুয়ারি ২০২৬
এ আই

ঘর সাজাতে ফুলের জুড়ি মেলা ভার। ডাইনিং টেবিল, ড্রয়িংরুম কিংবা বারান্দায় রাখা একটি ফুলের তোড়া মুহূর্তেই পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। কিন্তু সমস্যা একটাই দু-তিন দিনের মধ্যেই ফুলগুলো ঝিমিয়ে পড়ে, পাপড়ি ঝরে যায়, আর সৌন্দর্য হারাতে শুরু করে। অনেকেই মনে করেন, ফুল টাটকা রাখা বুঝি বেশ ঝামেলার কাজ।

আসলে একটু যত্ন আর একটি সাধারণ ঘরোয়া উপাদান ব্যবহার করলেই ফুলের তোড়া সাত দিন পর্যন্ত তারও বেশি সময় টাটকা রাখা সম্ভব।

১. ডাঁটা কেটে নিন
ফুলদানিতে ফুল সাজানোর আগে ফুলের ডাঁটা সোজা না কেটে তির্যকভাবে কেটে নিন। এতে ডাঁটার কাটার অংশ বড় হয় এবং ফুল সহজে পানি শোষণ করতে পারে। পানির প্রবাহ ঠিক থাকায় ফুল দ্রুত শুকিয়ে যায় না, বরং দীর্ঘ সময় টাটকা ও প্রাণবন্ত থাকে। এই সামান্য যত্নেই ফুলের সৌন্দর্য ও আয়ু দুটোই বাড়ে।

২. চিনি মেশানো
ফুলদানির পানি শুধু পানি নয়, একটু যত্ন নিলে ফুল অনেকক্ষণ সতেজ থাকে। এজন্য একটি চা চামচ চিনি পানি মধ্যে মিশিয়ে দিন। চিনি ফুলের জন্য প্রাকৃতিক খাদ্যের মতো কাজ করে, ফুলের কোষে শক্তি যোগ করে এবং দ্রুত শুকিয়ে যাওয়ার ঝুঁকি কমায়। চাইলে এক বা দুই ফোঁটা লেবুর রস বা সামান্য ভিনেগারও মেশানো যেতে পারে। এতে পানিতে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা কমে যায় এবং ফুলের ডাঁটা অনেকদিন টাটকা থাকে।

৩. পচন ধরা ফুল ফেলে দিন
ফুলের তোড়ায় কোনো ফুল পচে গেলে তা সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া জরুরি। শুধু ফুল নয়, কোনো পাতা বা ডাঁটাতেও যদি পচনের লক্ষণ দেখা যায়, সেটিও সরিয়ে ফেলুন। কারণ একটি পচা ফুল বা ডাঁটার সংস্পর্শে থাকলে পুরো তোড়াতেই দ্রুত পচন ছড়িয়ে পড়তে পারে। নিয়মিতভাবে পচা অংশ আলাদা করে দিলে বাকি ফুলগুলো অনেক বেশি সময় টাটকা ও সুন্দর থাকে।

৪. পানি পরিবর্তন করুন
নিয়মিত ফুলদানির পানি পরিবর্তন করুন। পানিতে গন্ধ ধরে গেলে ফুলেও তাড়াতাড়ি পচন ধরে যাবে। পানিতে, সেখানে ব্যাকটেরিয়ার বৃদ্ধি দ্রুত হারে ঘটছে। তাই দুই দিন পরপর পানি বদলে আবার সামান্য চিনি মিশিয়ে দিলে ফুল আরও বেশি দিন সতেজ থাকে।

৫. তাপ ও সূর্যালোক থেকে দূরে রাখুন
ফুলদানি রাখুন এমন স্থানে যা সরাসরি রোদ বা অতিরিক্ত গরম থেকে দূরে। ঠান্ডা ও হালকা বাতাস চলাচলযুক্ত জায়গায় ফুলদানি রাখলে ফুল অনেক দিন পর্যন্ত সতেজ থাকে এবং তার সৌন্দর্য বজায় থাকে।

ফুল টাটকা রাখতে দামি কোনো কেমিক্যালের প্রয়োজন নেই। সহজ কৌশল মেনে চললে আপনার ফুলের তোড়া সাত দিন পরেও থাকবে সতেজ, উজ্জ্বল আর মন ভরানো সুন্দর।

সূত্র: হোম গার্ডেনিং , প্রো ফ্লাওয়ার্স

আরও পড়ুন:
সপ্তাহে একবার তোয়ালে ধোয়া যথেষ্ট নয়, জানুন সঠিক নিয়ম
কম্বল ও কমফোর্টার সুন্দরভাবে গুছিয়ে রাখবেন যেভাবে

এসএকেওয়াই/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।