দাড়ি দেখে যায় চেনা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

দাড়ি পুরুষের শোভা। দাড়ি রাখলে যে কোনো পুরুষকেই হ্যান্ডসাম লাগে। কেউ কেউ আবার ক্লিন শেভড লুক পছন্দ করেন। কে কেমন দাড়ি রাখছেন তা আভাস দেয় পুরুষদের ব্যক্তিত্বের।

চাপ দাড়ি : মহিলারা এ ধরনের দাড়ি খুব পছন্দ করেন। যারা এ রকম দাড়ি রাখেন তারা ক্রীড়াপ্রেমী হন।

বিজ্ঞাপন

গোটি : যারা এ ধরনের দাড়ি রাখেন তারা নিজেদের লুক সম্পর্কে খুবই সচেতন। এরা ক্লাসি ও কর্পোরেট লুক পছন্দ করেন।

ফ্রেঞ্চ কাট দাড়ি : যারা এই ধরনের দাড়ি রাখেন তারা পরিণত মনস্কের মানুষ হন। পাশাপাশি তারা খুবই গোছানো চরিত্রের মানুষ হন। সব সময় টিপটপ থাকতে ভালবাসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরু গোঁফ : এই ধরনের মানুষরা খুবই ইন্টেরেস্টিং চরিত্রের মানুষ হন এবং অনেক সময়ই এদের বোঝা যায় না। সাধারণত এরা পরিণত মনস্কের হন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ক্লিন লুক : এই ধরনের লুক আত্মবিশ্বাসের প্রমাণ দেয়। এ পুরুষরা মনে করেন তাদের মুখ এমনিতেই সুন্দর। দাড়ি দিয়ে ঢাকার প্রয়োজন নেই।

আনন্দবাজার/এইচএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।