কেমন গহনা পরবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

নারীর সাজের অপরিহার্য অংশ গহনা। গহনা নির্বাচনের ক্ষেত্রে সবার আগে দেখতে হবে আপনি কোন ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন। এরপর গহনাটি আপনাকে মানাচ্ছে কিনা, গহনাটি পরে আপনি আরাম পাচ্ছেন কিনা এবং আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কিনা- এই চারটি বিষয় মাথায় রেখে এবং এর সঙ্গে ফ্যাশন ট্রেন্ড মেনে গহনা নির্বাচন করলে গহনাটি সৌন্দর্যের পাশাপাশি আপনার রুচির পরিচয়ও বহন করবে।

পাথরের গহনা খুব ঝকমকে না হলেও এখনকার ট্রেন্ডে বেশ জনপ্রিয়। বিডেস গহনাও চলনসই। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গহনা পরতে চাইলে পাথরের গহনা কিনতে পারেন। শাড়িতে গোল্ডেন বা তামাটে কাজ থাকলে অ্যান্টিক ধাঁচের গহনা মানাবে।

বিজ্ঞাপন

কানের দুলের ক্ষেত্রে জ্যামিতিক আকার, চাঁদ শেপ, পাশা শেপ, চৌকা শেপ প্রাধান্য পাচ্ছে। আজকাল বড় নাকফুলও বেশ জনপ্রিয়। ধাতব বা রুপার তৈরি নথও পরছেন অনেকে। কখনো মুখ ঢাকা বড় নথ, কখনো নাকজুড়ে থাকা ফুল বা পাখির নকশার বড় নাকফুল। নাকফুল বড় পরলে তার সঙ্গে কান খালি রাখলে বা ছোট কানের দুল পরলে ভালো লাগবে।

জমকালো সাজে এখন এক হাতে ব্রেসলেট, বালা বা বাউতির চল বেশি। অন্য হাতে থাকছে ঘড়ি বা আংটি। এক্ষেত্রে পাথর বসানো বালা বেছে নিতে পারেন। ব্রেসলেটের সঙ্গে চেইন লাগানো আংটির চল ফিরে এসেছে। বিয়ের অনুষ্ঠানে ব্রেসলেটের সঙ্গে লাগানো পাঁচ আঙুলে পাঁচটি আংটি, যাকে বলা হয় রতনচুড়। এটাও পরতে পারেন। ফরমাল দাওয়াতে এক আঙুলে শুধু বড় একটি আংটি ভালো লাগবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোশাকের সঙ্গে মিলিয়ে কনেরা এখন বেছে নিচ্ছেন স্বর্ণ, স্বর্ণের প্রলেপ দেয়া গহনাসহ রুপা ও হীরার গহনা। খুব সাধারণ নকশার বাহারি রঙের কুন্দনের ট্রেডিশনাল গহনা এখন পরছেন কনেরা। মাথায় তাজ পরার প্রচলন নেই। বরং ঝাঁপটা, সিতাপাটি এবং টিকলি পরার চল চলছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজা, নাভানা টাওয়ারসহ বিভিন্ন শপিং মলে পাওয়া যাবে বিভিন্ন নকশার গহনা। বৈচিত্র্যময় ট্রেন্ডি গহনার খোঁজে যেতে পারেন আড়ং, কনক দ্য জুয়েলারি প্যালেস, যাত্রাসহ বিভিন্ন ফ্যাশন হাউসেও। এছাড়াও সিক্স ইয়ার্ডস স্টোরি, জাফরিন’স রুবি, জহরতসহ বিভিন্ন অনলাইনভিত্তিক দোকান থেকেও কিনে নিতে পারেন ভিন্ন ধারার গহনা।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।