মেসিকে কেন পরানো হলো ‘আলখাল্লা’? জানুন এর নাম ও ঐতিহ্য

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে।

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মুকুট পড়লো আর্জেন্টিনা। মেসি পেলেন তার সেই অধরা ট্রফিটি।

মেসির হাতে ট্রফি দেওয়ার আগে কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি তাকে পরিয়ে দেন কালো রঙের আলখাল্লা।

তবে অনেকেই এ আলখাল্লা পোশাক নিয়ে সন্ধিহান! কেন এই পোশাক পরানো হলো, তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আসলে আরব দেশগুলোতে এই আলখাল্লা অতি পরিচিত। রাজা মেসিকে যে আলখাল্লা পরিয়েছেন, তা আরব পুরুষদের ঐতিহ্যবাহী একটি পোশাক।

সাধারণত উল দিয়ে এই আলখাল্লা তৈরি করা হয়। সাদা, ক্রিম, কালো, বাদামি, ধূসররঙা হয় এই পোশাক। সাধারণত পোশাকের উপরেই পরা হয় এই আলখাল্লা।

আরবি ভাষায় এই আলখাল্লাকে বলা হয় ‘বিস্ত’। ফার্সি থেকে এসেছে শব্দটি। কোনো অনুষ্ঠান, বিয়ে, উৎসব বা বিশেষ দিনে এই আলখাল্লা পরা আবর দেশগুলোর পুরোনো রীতি।

যুগ যুগ ধরে এই রীতি এখনো ধরে রেখেছে সেখানকার বাসিন্দারা। এই পোশাক আরব দেশগুলোর আভিজাত্যের প্রতীক বলেও বিবেচিত।

বিস্ত পরিয়ে সম্মান জানানোর প্রথা আছে কাতারেও। আর এ রীতি অনুযায়ী মেসিকে অভিনন্দন জানাতে এই পোশাক পরানো হয়েছে।

বিশ্বজয়ী এই অধিনায়ককে প্রায় ৯০ হাজার মানুষের সামনে সম্মানিত করেন রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি। বিস্ত গায়ে জড়িয়েই ফিফা সভাপতির হাত থেকে বিশ্বকাপ ট্রফি নিজ হাতে তুলে নেন মেসি।

সূত্র: গোল.কম/ইন্ডিয়ান এক্সপ্রেস

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।