ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫

অনেকেই স্যুপ খেতে ভালোবাসে। তবে স্যুপ খাওয়ার ইচ্ছে হলেই চলে যান রেস্টুরেন্টে। যা ব্যয়বহুলের পাশাপাশি স্বাস্থ্যর জন্য ঝুঁকিরও কারণ। আপনি জানেন কি চাইলেই ঘরে বসে রেস্টুরেন্টের মতো মজাদার স্যুপ খেতে পারবেন। সহজ এই রেসিপিটি জানা থাকলে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন মজাদার চিকেন স্যুপ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. হাড় ছাড়া মুরগির মাংস ২০০ গ্রাম
২. পানি ৩-৪ কাপ
৩. আদা আধা ইঞ্চি পরিমাণ
৪. রসুন বাটা ১ চা চামচ
৫. রসুন কুচি ৫-৬ কোয়া
৬. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৭. ডিম ১টি
৮. টমেটো পেস্ট ৩-৪টি
৯. গাজর কুচি ১ কাপ
১০. পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ
১১. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
১২. গোলমরিচ ১/৩ চা চামচ
১৩. বাটার ১ টেবিল চামচ
১৪. লেবুর রস ৩ টেবিল চামচ
১৫. টেস্টিং সল্ট ২/৩ চিমটি
১৬. অলিভ অয়েল পরিমাণমতো।
১৭. লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি কড়াই বা ফ্রাই প্যানে অল্প তেলে মুরগির মাংস দিন। এরপর এতে পানি, আদা, রসুন বাটা এবং গোলমরিচ দিয়ে ঢেকে দিন। ১৫ মিনিট সেদ্ধ করে চুলা বন্ধ করে দিন। এবার পানির ভেতর থেকে মাংস তুলে নিন। এরপর একটি বাটিতে ৩-৪ চামচ চিকেন স্টক (মাংস সেদ্ধ করা পানি) নিয়ে তাতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার চুলায় কড়াই বসিয়ে তাতে বাটার দিয়ে স্লাইস করা রসুন ও পেঁয়াজ কুচি হালকা ভাজুন ও এতে কুচি করে রাখা গাজর এবং লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। অল্প ভেজে তাতে টমেটো পেস্ট দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে নিয়ে আগে থেকে আলাদা করে রাখা চিকেন স্টক এবং চিকেন দিয়ে দিন। ফুটে উঠলে স্বাদমতো টেস্টিং সল্ট মিশিয়ে ঢেকে দিন। ১৫ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।