বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের বাস যেসব দেশে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৪ জুন ২০২৩

লম্বা পুরুষরা বরাবরই আকর্ষণীয় হন। বিশেষ করে জীবনসঙ্গী হিসেবে লম্বা পুরুষের স্বপ্ন দেখেন কমবেশি সব নারী। অনেকেরই হয়তো জানা নেই, বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি লম্বা পুরুষের বাস।

গবেষণা করে দেখা গেছে, ইউরোপীয় পুরুষরাই সবচেয়ে লম্বা হন। ইউরোপের শীর্ষ ৫ দেশের পুরুষরা বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের কাতারে। জানলে আরও অবাক হবেন, বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের বাড়ি নেদারল্যান্ডে।

আরও পড়ুন: পুরুষরা কেন নারীদের মতো আবেগ প্রকাশ করতে পারে না?

গবেষকরা ১৯৫টি দেশের ১৯৯৬ সালে জন্মগ্রহণকারী পুরুষদের গড় উচ্চতা পরিমাপ করে এই গবেষণা পরিচালনা করেন। এর মধ্যে তারা ইউরোপীয় পুরুষদের গড় উচ্চতা পরিমাপ করেন ১৮২ সেন্টিমিটার, যা প্রায় ৬ ফুটের সমতুল্য।

একই বছরে জন্ম নেওয়া ব্রিটিশ পুরুষদের উচ্চতা পরিমাপ করে দেখা যায় গড়ে ১৭৭.৪৯ সেন্টিমিটার বা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি। জেনে নিন বিশ্বের যে ১০ দেশে সবচেয়ে লম্বা পুরুষের বসবাস-

১. নেদারল্যান্ডস ১৮২.৫৪ সেন্টিমিটার
২. বেলজিয়াম ১৮১.৭০ সেন্টিমিটার
৩. এস্তোনিয়া ১৮১.৫৯ সেন্টিমিটার
৪. লাটভিয়া ১৮১.৪২ সেন্টিমিটার
৫. ডেনমার্ক ১৮১.৩৯ সেন্টিমিটার
৬. বসনিয়া ১৮০.৮৭ সেন্টিমিটার
৭. ক্রোয়েশিয়া ১৮০.৭৮ সেন্টিমিটার
৮. সার্বিয়া ১৮০.৫৭ সেন্টিমিটার
৯. আইসল্যান্ড ১৮০.৪৯ সেন্টিমিটার
১০. চেকিয়া ১৮০.১০ সেন্টিমিটার

আরও পড়ুন: স্বামী হিসেবে সেরা যেসব পুরুষরা

এদিকে আমেরিকান পুরুষদের প্রায় একই উচ্চতা, গড় ১৭৭.১৩ সেন্টিমিটার। অক্সফোর্ড ইউনিভার্সিটি-সমর্থিত প্ল্যাটফর্ম ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’য় প্রকাশিত এই উচ্চতার পরিসংখ্যানে জড়িত ১৯৫টি দেশের লাখ লাখ অংশগ্রহণকারী।

গবেষণার ফলাফলে জানা গেছে, বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের বাস নেদারল্যান্ডের পরে, বেলজিয়াম, এস্তোনিয়া, লাটভিয়া ও ডেনমার্কে। গবেষণার ফলাফল অংশগ্রহণকারী পুরুষদের সংখ্যার মোট উচ্চতার যোগফলকে ভাগ করে গণনা করা হয়।

গবেষণার ফলাফল শেয়ার করে ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা টিম’ উল্লেখ করেছে, শৈশবে খারাপ পুষ্টি ও অসুস্থতা মানুষের শারীরিক বৃদ্ধিকে সীমিত করে।

আরও পড়ুন: বিবাহিত পুরুষরা কেন অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হন?

জনসংখ্যার গড় উচ্চতা জনসংখ্যার জীবনযাত্রার মানের সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্কযুক্ত। অন্যদিকে গবেষকরা আরও জানিয়েছেন, জীবনধারার পাশাপাশি একজন ব্যক্তির উচ্চতা মূলত জেনেটিক কারণ দ্বারা নির্ধারিত হয়।

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের দেশের বিপরীতে পূর্ব তিমুরে সবচেয়ে কম উচ্চতার মানুষের আবাসস্থল, যাদের গড় উচ্চতার পরিমাপ হলো ১৫৯.৭৯ সেন্টিমিটার বা ৫ ফুট ২ ইঞ্চি।

এর পরে আছে ইয়েমেন ১৫৯.৮৯ সেন্টিমিটার, লাওস ১৬০.৫২ সেন্টিমিটার, মাদাগাস্কার ১৬১.৫৫ সেন্টিমিটার ও মালাউই ১৬২.২৩ সেন্টিমিটার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ১৯৪০ সালে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ ছিলেন ২৭২ সেন্টিমিটার বা ৮ ফুট ১১ ইঞ্চির রবার্ট ওয়াডলো।

আর বিশ্বের সবচেয়ে খাটো মানুষ, যিনি আজও বেঁচে আছেন তিনি হলেন আফশিন গাদেরজাদেহ। যার উচ্চতা ৬৫.২৪ অর্থাৎ ২ ফুট ২ ইঞ্চি।

সূত্র: ডেইলিমেইল

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।