ঘরের বাল্ব বদলে ফেলুন আজ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০১ অক্টোবর ২০২৩

বর্তমানে সবার ঘরেই নানা রঙের আলো খেলা করে। শুধু রাতে নয়, দিনেও ঘরের লাইট জ্বালিয়ে রাখার অভ্যাস আছে অনেকেরই। তবে পরিবেশ ও নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘরে এলইডি লাইট ব্যবহার করুন।

কারণ এলইডি লাইটবাল্বগুলো আপনার আলোর গুণমানে কোনো পরিবর্তন না করেই শক্তি সংরক্ষণ করে। বিদ্যুৎ বিল কমায়, অর্থ ও পরিবেশ বাঁচায়।

আরও পড়ুন: মানুষ কেন দুঃখের গান শোনে?

আজ ‘চেঞ্জ আ লাইট ডে’। এদিনে ঘরে লাগান এলইডি লাইট বাল্ব। এটি ব্যবহারে কারেন্ট বিল কম আসবে, অর্থ এমনকি পরিবেশও বাঁচবে। চেঞ্জ এ লাইট ডে পালনের মূল উদ্দেশ্য হলো এনার্জি বাঁচানো।

পরিবেশবিদদের মতে, এলইডি আলো সব পরিস্থিতিতেই আদর্শ, তা বাড়ি বা ব্যবসার জন্যই হোক। কারণ এই ধরনের আলোর সুবিধা অনেক। অন্যান্য লাইটের তুলনায় ৯০ শতাংশ পর্যন্ত কম শক্তি খরচ করে এলইডি লাইট।

ফলে কারেন্ট বিলও কম আসবে। এ কারণেই অনেক বাড়ির মালিক এলইডি লাইটিং বেছে নেন, কারণ এটি ব্যয় কমাতে সাহায্য করে। এলইডি লাইট ব্যবহারের আরেকটি সুবিধা হলো, এটির আয়ু দীর্ঘ।

আরও পড়ুন: বউ-শাশুড়ির সম্পর্ক কেমন হওয়া উচিত?

এলইডি আলো এমন স্থানে ব্যবহার করা যেতে পারে যেখানে উপকরণ ও পণ্যগুলো তাপ সংবেদনশীল। এটি তাদের প্রত্নতাত্ত্বিক স্থান, আর্ট গ্যালারি ও জাদুঘরে ব্যবহারের জন্য একটি ভালো অপশন হতে পারে।

এই বাতি বিষাক্ত রাসায়নিক থেকে মুক্ত, যেখানে বেশিরভাগ প্রচলিত বাল্বে পরিবেশের জন্য খারাপ এমন অসংখ্য উপাদান থাকে, যেমন- পারদ। আপনার ঘরে যদি এলইডি লাইট না থাকে তাহলে এখনো সময় আছে দ্রুত তা বদলে ফেলুন।

‘চেঞ্জ এ লাইট ডে’ ২০০৫ সালে কেনটাকি রাজ্যে শুরু হয়েছিল। কেনটাকি অফিস অব এনার্জি পলিসি গভনার এর্নি ফ্লেচার ও তার স্ত্রী এই দিনটির উদযাপন শুরু করেন।

আরও পড়ুন: সঙ্গী পরকীয়ায় জড়িয়েছেন কি না বুঝবেন যেভাবে

এরপর কেনটাকি রাজ্যজুড়ে, কম বিদ্যুত খরচ এবং অর্থ সাশ্রয় করতে সবার ঘরে ঘরে অন্তত একটি লাইটবাল্বকে এনার্জি স্টার মডেলে পরিবর্তন করতে উত্সাহিত করা হয়েছিল।

আজ আপনিও ঘর ও পরিবেশ বাঁচাতে বদলে ফেলুন অন্যান্য বাল্ব। তার জায়গায় বসিয়ে দিন এলইডি লাইট। এতে বিদ্যুতের বিলও কম আসবে আবার টাাও বাঁচবে।

সূত্র: ডে’স অব দ্য ইয়ার

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।