পায়ে যে ৪ লক্ষণ দেখলে দ্রুত ডায়াবেটিস টেস্ট করবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এটি মেটাবলিক সিনড্রোম। আর এই মেটাবলিক সিনড্রোমের কারণেই ডায়াবেটিস হয়। খাবার খেলে রক্তে সুগার মাত্রা বেড়ে যায়।

তবে আমাদের শরীরের একটি হরমোন ইনসুলিন রক্তে সুগার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই হরমোনের পরিমাণ ঠিক না থাকলে ডায়াবেটিস বাড়তে থাকে।

আরও পড়ুন: অজান্তেই ডায়াবেটিসে ভুগছেন কি না বুঝে নিন ৬ লক্ষণে

বেশিরভাগ রোগীরই ডায়াবেটিস হঠাৎ কোনো কারণে হয় না। দীর্ঘদিনের অনিয়ম থেকে এই রোগ বাসা বাঁধে শরীরে। তবে আপনার ডায়াবেটিস হয়েছে কি না তা বোঝার বেশ কিছু উপায় আছে।

এক্ষেত্রে পায়ে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। যেগুলো খেয়াল করলে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করানো জরুরি। চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস হলে পায়ে কী কী লক্ষণ দেখা দেয়-

পায়ে বারবার টান ধরা

ডায়াবেটিস থাকলে পেরিফেরাল ভাসকুলার ডিজিজের ঝুঁকি বেড়ে যায়। পেরিফেরাল মানে শরীরের বাইরের দিকের অংশ। এই অংশে রক্তনালির সমস্যা হয়। রক্তে সুগার বেড়ে গেলে পায়ে ঘন ঘন টান ধরে। এই লক্ষণ দেখলে সতর্ক হতে হবে।

আরও পড়ুন: এ সময়ের সর্দি-কাশি করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট লক্ষণ নয় তো?

পা ফুলে যাওয়া

রক্তে সুগারের মাত্রা বাড়তে থাকলে পা ফোলার সমস্যা হতে পারে। অনেকের অন্য কিছু রোগের কারণেও পা ফুলে যায়। তবে ঘন ঘন এমনটা হচ্ছে কি না সেদিকে নজর দিতে হবে। তেমনটি হলে ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

পা অবশ হয়ে যাওয়া

সাধারণত অনেকক্ষণ একভাবে বসে থাকলে পা অবশ হয়ে যায়। তবে ঘন ঘন পা অবশ হওয়ার লক্ষণ কিন্তু ডায়াবেটিসের ইঙ্গিত দিতে পারে। তাই এই উপসর্গ দেখলে সাবধান হোন।

পায়ে ঝিঁ ঝিঁ ধরা

শরীরে মাঝে মধ্যেই কাঁটা দেয়। একই লক্ষণ হতে পারে পায়েও। যাকে ঝিঁ ঝিঁ ধরা বলে। ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরলে সতর্ক হতে হবে। এটি বেশি সুগারের লক্ষণ হতে পারে।

আরও পড়ুন: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে হারাতে পারেন দৃষ্টিশক্তিও

ডায়াবেটিসের অন্যান্য লক্ষণ কী কী?

>> বার বার প্রস্রাব হতে পারে। সাধারণত রাতের দিকে এই সমস্যা বেড়ে যায়।

>> ঘন ঘন পানি পাপাসা বেড়ে যায়।

>> খিদেও বেড়ে যায়। হুট করেই খিদে লেগে যায়।

>> খাবার খাওয়ার প্রবণতাও বাড়ে।

>> এছাড়া ভীষণ ক্লান্ত দেখা দেয়।

সূত্র: এবিপি লাইভ

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।