স্কিন টোন বুঝে করুন ‘হেয়ার কালার’

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫
ছবি-বর্তমানে হেয়ার কালারের কদর বেড়েছে

বর্তমানে হেয়ার কালারের কদর বেড়েছে। শুধু স্টাইলের জন্যই নয়, এটি ব্যক্তিত্বেও ছাপ ফেলে। এ কারণ অনেক নারী এমনকি পুরুষরা চুলের রং পরিবর্তন করতে পছন্দ করেন। তবে হেয়ার কালার করার আগে, আপনার স্কিন টোন বা ত্বকের রঙের সঙ্গে সেটা কতটা মানাবে সে হিসাব করে নিতে হবে।

আরেকজনের হেয়ার কালার দেখে আপনিও যদি আপনার চুলে সেই রং করেন, তাতে আপনাকে নাও মানাতে পারে। তাই স্কিন টোন অনুযায়ী হেয়ার কালার করাই বুদ্ধিমানের কাজ। এতে আপনার হেয়ার কালার করা বিফলে যাবে না। আবার দেখতেও আকর্ষণীয় লাগবে।

স্কিন টোন বুঝে করুন ‘হেয়ার কালার’

ডার্ক স্কিন টোন

আপনার স্কিন টোন যদি ডার্ক বা শ্যামলা কিংবা উজ্জ্বল শ্যামলা হয়, সেক্ষেত্রে আপনি করতে পারেন, ডার্ক ব্রাউন, চকলেট ব্রাউন কিংবা গোল্ডেন হাইলাইটস। এতে আপনার লুক আরও সুন্দর দেখাবে।

স্কিন টোন বুঝে করুন ‘হেয়ার কালার’

মিডিয়াম স্কিন টোন

মিডিয়াম স্কিন টোন হলে আপনি চুল রাঙাতে পারেন- ক্যারামেল, লাইট ব্রাউন কিংবা গোল্ডেন ব্লন্ড কালারে।

আরও পড়ুন

স্কিন টোন বুঝে করুন ‘হেয়ার কালার’

ফেয়ার স্কিন

ফেয়ার স্কিনের সঙ্গে হালকা রঙগুলো ভালো মানায়। যেমন- প্ল্যাটিনাম ব্লন্ড, অ্যাশ ব্লন্ড, স্ট্রবেরি ব্লন্ড ইত্যাদি। এই কালারগুলো আপনার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

স্কিন টোন বুঝে করুন ‘হেয়ার কালার’

ওলিভ স্কিন

হলদে ফর্সা বা চকচকে গড়ন হলে আপনার চুলে উষ্ণ রং ভালো মানাবে। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন- হানি ব্রাউন, গোল্ডেন ব্রাউন, ডিপ রেড ইত্যাদি।

ত্বকের রং অনুযায়ী সঠিক হেয়ার কালার নির্বাচন আপনার সেলফ কনফিডেন্স ও স্টাইলকে আরও বাড়িয়ে তোলে। তাই চুলের রং পরিবর্তন করার আগে স্কিন টোন অনুয়ায়ী হেয়ার কালার বেছে নিন।

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।