ফ্রেকলসে কী এখন সৌন্দর্য!

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৩ আগস্ট ২০২৫
সংগৃহীত ছবি

ইদানীং সৌন্দর্যচর্চায় ফ্রেকলস শব্দটি বেশ পরিচিত। চেহারায় ফ্রেকলস থাকলে আগে মানুষ বিব্রতবোধ করলেও এখন এটি ফ্যাশন ট্রেন্ড। হলিউড থেকে বলিউড প্রায় সব অভিনেত্রীদের চেহারায় ফ্রেকলস দেখা যাচ্ছে। কারো প্রাকৃতিক ফ্রেকলস থাকলেও অনেকে আবার কৃত্রিমভাবে ফ্রেকলস বানিয়ে নিচ্ছে। দাগহীন চেহারা দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে ফ্রেকলসকে প্রাকৃতিক সৌন্দর্য অংশ হিসেবে নিয়েছেন। নিজেকে আকর্ষণীয় করতে মেকআপের ট্রেন্ডে ফ্রেকলস বেশ আলোচিত। মূলত মেকআপের দুনিয়ায় ইউরোপ থেকে নকল ফ্রেকলস ছড়িয়েছে সারাবিশ্বে। এই মুহূর্তে আলোচনাও চর্চায় এই মেকআপ লুক।

ফ্রেকলস কী
ফ্রেকলস হলো এমন ধরনের গোলাকার দাগ। যা বাদামি বর্ণের হয়ে থাকে। এগুলো ত্বকের সমান স্তরে অবস্থান করে। তবে এটি ত্বকের কোনো ক্ষতি করে না।

আসুন জেনে নেওয়া যাক কৃত্রিম ফ্রেকলস তৈরির কারণ কী-

প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে
ত্বকে অতিরিক্ত মেকআপের চেয়ে মিনিমাল মেকআপের যুগ এখন। নিজেকে সবার সামনে প্রাকৃতিক এবং স্নিগ্ধ করে তুলতে চেহারায় নকল ফ্রিকেলস তৈরি করেন, যা মেকআপকে আরও বাস্তবসম্মত করে তোলে।

ফ্যাশন ও ট্রেন্ড অনুসরণের জন্য
সোশ্যাল মিডিয়ার কারণে কৃত্রিম ফ্রিকেলস তৈরি জনপ্রিয় একটি ট্রেন্ডে পরিণত হয়েছে, যেটা এখন সবাই অনুসরণ করেছে।

ব্যক্তিগত পছন্দ
অনেকে প্রাকৃতিক ফ্রেকলস পছন্দ করেন। যাদের চেহারায় স্বাভাবিক এই দাগ না থাকলেও এটি নিজের চেহারায় অন্তর্ভুক্ত করতে চায়। চাইলে আপনিও গা ভাসিয়ে মেকআপ করতে পারেন।

যেভাবে মেকআপ করবেন
প্রথমে চেহারায় ফাউন্ডেশন ব্যবহার করুন। কয়েক স্তরের ফাউন্ডেশন ব্যবহার না করে হালকা ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিন। তারপর কনট্যুরিং লাগিয়ে নিন। কৃত্রিম ফ্রেকলস বানাতে নাকের দুই পাশে এবং নাকের ওপর হালকা করে ডট দিন। কালো বা বাদামি রঙের পেনসিলের কাজল ব্যবহার করতে পারেন। হালকা বা গাঢ়, যেমন চান, তেমন করেই ডট দিন। এরপর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর ওপর ফেস পাউডার ব্যবহার করে সেট করে নিন। এভাবেই হয়ে যাবে ফ্রেকলস মেক আপ লুক। চোখে দিতে পারেন কাজল। এতে চোখের সৌন্দর্য ফুটে উঠবে, সেই সঙ্গে চেহারায় আসবে একটা নাটকীয় ভাব।

প্রাকৃতিকভাবে কেন হয়
কারো বংশগত হয়, আবার অতিবেগুনি (ইউভি) রশ্মির সংস্পর্শে আসার কারণেও হতে পারে। দেখা যায় ফর্সা ত্বকে এ দাগ বেশি পরিলক্ষিত হয়। এটা অনেকটাই বংশগত, পরিবারের কারো এ সমস্যা থাকলে তাদের হওয়ার সম্ভাবনা প্রবল। ফ্রেকলস সূর্য রশ্মিতে আরও বেশি প্রকট আকার ধারণ করে তাই সূর্যরশ্মির সংস্পর্শে আসা জায়গাগুলোতে বেশি হতে পারে।

সূত্র: দ্য স্টার

এসএকেওয়াই/কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।