যত্নে থাকুক বাসন-কোসন


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৬ মার্চ ২০১৫

১. পিতলের বাসন ঝকঝক করে তুলতে ক`ফোঁটা সেলাই মেশিনের তেলে হলুদ গুঁড়ো মেশান। ঐ তেলে ঘষে তুলুন বাসন। দেখবেন নতুনের মত দেখাচ্ছে।

২. ব্রাসোর সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে ঘষুন, কাঁসার জিনিস সোনার মতো ঝকঝক করবে।

৩. হলুদ গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে পিতলের বাসন ঘষলে চকচক করবে।

৪. রূপার বাসন, কাঁটা-চামচ বা গয়নাটি তেঁতুল গোলা পানিতে ফুটিয়ে নিন। ঘষা-মাজা করতে হবে না। ফোটালেই ঝকঝক করবে।

৫. এনামেলের বাসন থেকে দাগ তুলতে লবণ আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।