যত্নে থাকুক বাসন-কোসন
১. পিতলের বাসন ঝকঝক করে তুলতে ক`ফোঁটা সেলাই মেশিনের তেলে হলুদ গুঁড়ো মেশান। ঐ তেলে ঘষে তুলুন বাসন। দেখবেন নতুনের মত দেখাচ্ছে।
২. ব্রাসোর সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে ঘষুন, কাঁসার জিনিস সোনার মতো ঝকঝক করবে।
৩. হলুদ গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে পিতলের বাসন ঘষলে চকচক করবে।
৪. রূপার বাসন, কাঁটা-চামচ বা গয়নাটি তেঁতুল গোলা পানিতে ফুটিয়ে নিন। ঘষা-মাজা করতে হবে না। ফোটালেই ঝকঝক করবে।
৫. এনামেলের বাসন থেকে দাগ তুলতে লবণ আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন।
এইচএন/এমএস