ঘরের নান্দনিকতায় রিগ্যালের আসবাব


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৪ মার্চ ২০১৫

ঘরের নান্দনিকতা বাড়াতে আসবাবের জুড়ি নেই। আপনার ঘরের আভিজাত্যেও প্রকাশ তো আসাবাব থেকেই হবে। তাই হাল সময়ের নারীরা আসবাব কেনার ব্যাপারে বেশিই খেয়াল রাখেন ব্র্যান্ডের দিকে। আবার মানের সঙ্গেও আপোষ চলবে না। হ্যাঁ মান ও নান্দনিকার চমৎকার মেলবন্ধনের নাম রিগ্যাল ফার্নিচার। আর দামও হাতের নাগালে।

দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। নারীর পছন্দের দিক যেমন গুরুত্ব দেয় রিগ্যাল। আর সহনীয় মূল্যও। রাজধানীর যমুনা ফিউচার পার্কে তিন দিনব্যাপী আসবাব মেলায় অংশ নিয়েছে রিগ্যাল। মেলা উপলক্ষে ১২ শতাংশ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। তাই ঘর সাজাতে পছন্দ আসবাব কিনতে ঘুরে আসতে পারেন রিগ্যালের স্টলে।

জানতে চাইলে মেলার দায়িত্বে থাকা রিগ্যালের এরিয়া ম্যানেজার এহসান উদ্দিন বলেন, মেলায় ক্রেতাদের সম্মান দেখিয়ে আমরা ১২ শতাংশ ছাড় ঘোষণা করেছি। এখানে আমরা ৬৬টি ধরনের আসবাব নিয়ে এসেছি। যা ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে।

তিনি বলেন, খাট, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং, চেয়ার থেকে শুরু করে ঘরের প্রায় সব আসবাব মিলবে রিগ্যালের স্টলে। সুন্দর ও আকর্ষণীয় ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে কাঠ, ফ্লাই উড ও মেটাল দিয়ে।

এহসান বলেন, আমরা এক বছরের ওয়ারেন্টি যেমন দিচ্ছি আবার বিক্রির এক বছর পর পর্যন্ত সেবাও পান ক্রেতারা।
মেলা উদ্বোধনের পর আলাপকালে এক নারী দর্শনার্থী বলেন, বর্তমানে অনেক ব্র্যান্ডেরই ওক কাঠের ফার্নিচার পাওয়া যায়, তবে রিগ্যালের ফার্নিচার মানে ও দামে অন্য ব্র্যান্ডের চেয়ে ভালো। এগুলো দেখতে যেমন সুন্দর, তেমন স্থানান্তরেও সুবিধা।

বিভিন্ন ফার্নিচারের দর-দাম:

ওক কাঠের খাট : রিগ্যালের ফার্নিচারে ওক কাঠ দিয়ে বানানো খাটগুলোর উচ্চতা ৮০০ মিলিমিটার। এর দৈর্ঘ্য ২০৭০ মিলিমিটার থেকে ২২৪০ মিলিমিটার এবং প্রস্থ ১৫৬০ মিলিমিটার থেকে ১৭৪০ মিলিমিটার। এসব খাটের দাম ঘাট বেধে ভিন্ন রকম।

ওক কাঠের ডাইনিং টেবিলে : কাচ এবং ওক কাঠের সমন্বয়ে পাওয়া যাবে ছয়টি চেয়ারসহ ডাইনিং টেবিল। এসব ডাইনিং টেবিলের উচ্চতা ৭৭০ মিলিমিটার, ৯১৪ থেকে ১০০০ মিলিমিটার প্রস্থ এবং ১৫২৪ থেকে ১৭০০ মিলিমিটার দৈর্ঘ্য।

ইজি চেয়ার : মাত্র সাড়ে ৪ হাজার টাকার স্টিলের ইজিচেয়ার থেকে শুরু করে ১০ হাজার টাকার ওক কাঠের ইজি চেয়ারও পাওয়া যাচ্ছে এখানে।

বোর্ড ও আলমারি : বিভিন্ন সাইজ ও ডিজাইনের সমাহারে তৈরি বোর্ড এবং ওক কাঠের আলমারি ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে এখানে।

ওয়ারড্রব : ১২২০ মিলিমিটার উচ্চতার ওয়ারড্রবের প্রস্থ ৬০০ মিলিমিটার এবং ৭৮৫ থেকে ১৩০০ মিলিমিটার দৈর্ঘ্যের তৈরি। যেটাতে সাইড ড্রয়ারসহ আছে তিন বা চারটি ড্রয়ার। এর দামও খুব বেশি নয়।

সোফাসেট : সিঙ্গেল, ডাবল ও ট্রিপল সেটসহ আছে অফিস ও বাসার জন্য সোফাসেট। দাম হাতের নাগালে থাকা এসব সোফাসেটের দৈর্ঘ্য ৪৮০ থেকে শুরু করে ১৮৪০ মিলিমিটার পর্যন্ত।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।