ইফতারে ‘আমারি ঢাকা’র বিশেষ আয়োজন


প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৫ জুন ২০১৫

পবিত্র রমজানে রকমারি ইফতার নিয়ে রাজধানীর গুলশানের হোটেল ‘আমারি ঢাকায়’ চলছে বিশেষ আয়োজন। ঐতিহ্যবাহী সব ইফতারে অতিথিদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ইফতার সন্ধ্যাকে আরো মনোরম করে তুলতে বিলাসবহুল হোটেল আমারি ঢাকার অল ডে ডাইন রেস্টুরেন্ট আমায়া ফুড গ্যালারিতে থাকছে চারটি এশিয়ান লাইভ কুকিং স্টেশন।

মাহে রমজানে লেভেল ১৩ তে অবস্থিত আমায়া রেস্টুরেন্ট বিশেষ ধরণের প্লেটারের পাশাপাশি প্রতিদিন ইফতার আয়োজনে রয়েছে - ছোলা, পিঁয়াজু, আলুর দম, বেগুনি এবং শাহী হালিমসহ এশিয়ান, মধ্য প্রাচ্য, আরবীয় এবং পার্শিয়ান খাবার ও সেই সাথে বিভিন্ন ধরণের কোমল পানীয়। এছাড়াও অতিথিরা তাদের ইফতার শেষ করবেন আকষর্ণীয় সব আরবীয় এবং কন্টিনেন্টাল ডেজার্ট দিয়ে। এসব খাবার উপভোগ করতে পারবেন মাত্র সাড়ে ৩ হাজার টাকায়।

এছাড়াও রয়েছে আমারির ক্যাস্কেইড লবি লাউঞ্জে ১ হাজার ৪৯৯ টাকায় মুখরোচক ইফতার করার সুব্যবস্থা। ঘরে বা নিজেদের অফিসে আমারি ঢাকার ফুড টেস্ট করতে রয়েছে ১ হাজার ৪৯৯ টাকায় আকষর্ণীয় টেক অ্যাওয়ে ইফতার মেনু।

আমারি ঢাকার ব্যাংকুয়েট হল এবং মিটিং রুমে মনোরম পরিবেশে বিভিন্ন কর্পোরেট ইফতার পার্টি কিংবা ব্যক্তিগত ইফতার পার্টি উদযাপনের সুবিধা রয়েছে। ১ হাজার ৫৯৯ থেকে ৩৫৯৯ টাকায়  ঐতিহ্যবাহী সব ইফতার আইটেম উপভোগেরও সুযোগ। পাশাপাশি  ব্যাংকুয়েট হলের ক্ষেত্রে ৫০ শতাংশ ডিসকাউন্ট অফার উপভোগ করতে পারেন অতিথিরা।

এসআই/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।