আত্মবিশ্বাসী করে তুলবে যে ৫টি কাজ


প্রকাশিত: ০৬:২০ এএম, ২১ ডিসেম্বর ২০১৪

১) যেকোনো কাজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে রাখুন। আগে থেকে প্রস্তুতি থাকলে কোনো কাজকেই আর কঠিন মনে হয় না। তখন কাজ করতে গিয়ে মনে হবে, আরে, এটা তো আমি পারি! আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে।

২) কোনো কাজে ব্যর্থতা মানে কিন্তু শেষ নয়, বরং আবার নতুন করে শুরু। তাই কখনোই ব্যর্থতার ভারে নুয়ে না পড়ে  মাথা উঁচু করে দাঁড়ান। নতুন উদ্যমে শুরু করুন আপনার কাজ। লক্ষ্য যদি সফলতা হয়, আত্মবিশ্বাস বাড়বেই।

৩) সঙ্গী বাছাই করার ব্যাপারে সতর্ক থাকুন। কারণ কিছু লোকের নেতিবাচক কথাবার্তা আপনার আত্নবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে। যেসব মানুষ আপনাকে ভালো কাজে উৎসাহিত করে তাদের সঙ্গে সবসময় চলাফেরা করুন। তাতে বরং আপনার আত্নবিশ্বাসের ঘাটতি হবে না।


৪) সমালোচনা সহ্য করার মানসিকতা তৈরি করুন। মনে রাখবেন, মন্দ কাজের যেমন সমালোচনা আছে, ভালো কাজেরও তেমন সমালোচনা থাকবে। আপনি যে কাজটি করছেন সেটি ভালো কাজ কি না সেই বিষয়ে নজর দিন। সমালোচকেরা যা-ই বলুক, আপনি আপনার কাজ করে যান। সমালোচনাও হতে পারে আপনার আত্মবিশ্বাসের হাতিয়ার।

৫) ঘরে বসে না থেকে প্রতিদিন একবার হলেও বাইরে বের হন। মানুষের সঙ্গে মিশুন। বিভিন্ন রকম বাস্তব অভিজ্ঞতা আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে। আর জ্ঞাণের পরিধি যত বেশি সমৃদ্ধ হবে আপনার আত্নবিশ্বাসই নিজে থেকে ততটাই বেড়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।