শীত ফ্যাশনে হুডি


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

শীত নিবারনের পাশাপাশি সবার মধ্যে নিজেকে আরেকটু স্মার্টরূপে উপস্থান করতে হুডিকেই বেছে নিচ্ছেন এখনকার তরুন-তরুনীরা। ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমান তালে পরছেন হুডি। বাড়তি কানটুপি সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর ঝামেলা নেই আবার দেখতেও সবথেকে স্টাইলিশ, তরুন-তরুনীদের আগ্রহ তো থাকবেই!

রঙে রঙিন হুডি
সময়ের জনপ্রিয় এই পোশাকটি আপনি বাজারে পাবেন আপনার কল্পনার সব রঙে। সঙ্গে থাকে নতুন থেকে নতুনতর করে তোলার চেষ্টা। শীতের আগে দীর্ঘ সময় ধরে ফ্যাশন ডিজাইনাররা হুডি নিয়ে নানা গবেষণা করেই এটি বাজারে আনেন। একটা সময় হুডি শুধু জ্যাকেটের সঙ্গে থাকত। তবে এখন সোয়েটার, টি-শার্টের সঙ্গে দেখা হুডির সৃষ্টিশীল ব্যবহার। আর এসব হুডিতেই থাকে দৃষ্টিনন্দন ডিজাইন আর রঙের ছোঁয়া। মেয়েদের জন্য পাওয়া যাবে লো কাটের টপ, সেই সঙ্গে হুডি।

কোনটা কিনবেন
বাজারে বিভিন্ন ডিজাইনের নানারকম হুডি পাবেন। নিজের পছন্দর রঙয়ের প্রাধান্য রেখে হুডি বাছাই করুন। রঙের পর বাছাই করুন কাপড়। এরপর কলারের ডিজাইন, স্লিভ দেখে সিদ্ধান্ত নিন। মেয়েদের জন্য বিভিন্ন স্ট্রাইপের রঙ-বেরঙের হুডি আছে। কেনার সময় একটু বাড়তি মনোযোগ তাই দিতেই হবে।

কোথায় পাবেন
দেশীয় প্রায় সব ফ্যাশন হাউসেই এখন হুডি পাবেন। এগুলোর মধ্যে প্লাস পয়েন্ট, এক্সট্যাসি, ক্যাটস আই, ইজি, ইয়েলো, ওয়েসটেক্স অন্যতম। ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি নিউমার্কেট, বঙ্গবাজারসহ নগরীর অভিজাত শপিং মলগুলোতেও বেশ হুডি কালেকশন রয়েছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, টু-ইন গেঞ্জির হুডিগুলোর চাহিদা এখন তুঙ্গে। ব্র্যান্ডের হুডিগুলোর দাম পড়বে ৭০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। আর নিউমার্কেট, বঙ্গবাজার হকার্স মার্কেটে হুডির দাম পড়বে ৩০০ থেকে ৮০০ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।