মিজান মনিরের তিনটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

অপ্রত্যাশিত

বিচিত্র রং একফ্রেমে
বদলে যায় জীবন, সময়

স্বপ্নরা লুকোচুরি খেলে
থেমে যায় কতক জীবন

একফোঁটা শিশির বিন্দুর প্রত্যাশী
তপ্ত বালিয়াড়ির সন্ধি।

****

মান্দারটিলার মন

মনে পড়ে
সময় অসময়ে সারাক্ষণ
উড়ছে শন শন উড়ছে দূর অজানায়
ঢেউ তোলা নদীর স্রোতের মতো
প্রজাপতি ডানা।

মধুখালী বিলে শাপলা ফোটা ঝিলে—
লুকোচুরি খেলে ঝিকমিক করা সূর্যের হাসি
তুমি নেই হৃদয় আকাশে দুঃখ রাশি রাশি,
মান্দারটিলার শূন্য মনটাকে কাঁদায় এক নিদারুণ শোক।

বড় পুকুর কাছে টানে, সুর বাজে সবুজ প্রাণে
মনে পড়ে খুব—
ছমির মাঝির সংলাপ কুহেলিয়া ঘাটে
মধ্যমা আঙুল ধরে হেঁটে যাওয়া হাটে
খুব করে পড়ে মনে, শয়নে-স্বপনে জাগরণে
খুব প্রয়োজন তোমার ছায়া হে বটবৃক্ষ।

****

বাতাসের ক্রন্দন

নির্জনে একা ভীষণ কষ্টকর
বাতাসের ক্রন্দন বিস্মৃতির অতল ভাঙে
নদীর স্রোতে প্রবাহমান জীবন আমার
নিয়ত বহুদূর সরে যায়

কখন নিঃশেষ হবে জীবনের রং
ঘুণ ধরা বোধ রয়ে যায় অমীমাংসিত।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।