সিবগাতুর রহমানের কবিতা: জীবন করো খাঁটি

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৭ মার্চ ২০২৫

 

জাগো রে জাগো মুসলমান
সময় বয়ে যায়
ফেরেশতাকুল এনাম লয়ে
ডাকিছে তোমায়।

বিজ্ঞাপন

আর রয়ো না ঘুমের ঘোরে
ও ভাই মুসলমান
হৃদয় উজার করে গাও
মহান খোদার শান।

ডাকছে মালাইকা তোমায়
পড়তে তাহাজ্জুদ
সেহরি খাও রোজা রাখো
সওয়াব লও অযুত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘুমের চেয়ে নামাজ ভালো
বলছে মুয়াজ্জিন
বাদ ফজরে কুরআন পড়ে
সাজাও সুখের দিন।

দিবসযামি কাটুক তোমার
রহমানের জিকিরে
পাহারাদার ফেরেশতা সবে
রাখবে তোমায় ঘিরে।

ক্ষুধা-তৃষ্ণার আগুনে পুড়ে
জীবন করো খাঁটি
ইফতারির আনন্দে সাজো
সজীব পরিপাটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

করুণাময়ের অসীম দয়ায়
ক্ষমা আর নাজাত
লভে দুই জাহানেই ভাই
গড়ো সুখ-প্রপাত।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।