ইমরান মাহমুদের কবিতা: অভিমানী বৃদ্ধাশ্রম

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০২ এপ্রিল ২০২৫

খোকা আমার অনেক ভালো
একটু অভিমানী,
এখন বুঝি রাগ করেছে
তাই আসে না জানি।

ওতো আমায় চোখে হারায়
এখন যে কী হলো,
হটাৎ আমায় এমন করে
দূরে ফেলে গেলো!

ছোট বেলা আমায় ছেড়ে
থাকতো না ও দূরে,
এখন বুঝি পর হয়েছি
রাখলো না তাই ঘরে!

এখন তো ওর অনেক টাকা
অনেক বাহাদুরি,
এতো দামী সবার মাঝে
আমি তো এক নুড়ি!

খোকা তুমি ভয় পেয়ো না
রাগ করিনি আমি,
আজও তুমি আমার কাছে
সবার চেয়ে দামি।

দোয়া করি বাবা আমার
অনেক ভালো থেকো,
বাচ্চাদের আর বৌমাকে খুব
ভালো করে দেখো।

আমি তো খুব ভালোই আছি
থাকি একা পড়ে,
আশায় আছি খোদার ডাকে
যাবো কখন মরে!

শেষ বেলাতে দেখতে এসো
সময় যদি থাকে,
সুখের সাথে বিদায় নিবো
তোমার মুখটি দেখে।

খোদা, আমার খোকার মুখে
দিও অনেক খুশি,
ওকে তুমি মাফ করে দাও
আমিই আসল দোষী!

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।