চাঁদপুর সাহিত্য মঞ্চের ঈদ পুনর্মিলনী

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে লেখকদের নিয়ে আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল চাঁদপুর রিসোর্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশতাধিক কবি, লেখক ও সাহিত্যপ্রেমী অংশগ্রহণ করেন।

বিকেল ৪টায় আগত লেখকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম। এরপর আগত লেখকেরা সাহিত্য পাঠ, কবিতা আবৃত্তি, ঈদ স্মৃতিচারণ এবং গান পরিবেশন করেন।

বিকেল ৫টায় শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ক্রীড়া প্রতিযোগিতা। এতে পুরুষ লেখকেরা হাড়িভাঙা, নারী লেখক ও পরিবারের সদস্যদের বালিশ খেলা এবং শিশু-কিশোরের বেলুন ফুটানো প্রতিযোগিতায় অংশ নেন। সবশেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

jagonews24

সাহিত্য মঞ্চের নবগঠিত কমিটির সভাপতি কবি ও গল্পকার আশিক বিন রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ আল আমিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি কবি ও অনুবাদ ইসলাম মানিক।

সাহিত্য পাঠ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি, গল্পকার ও গবেষক কাদের পলাশ, কবি ও লেখক মুখলেছুর রহমান ভূঁইয়া, কবি, সংগঠক ও সম্পাদক দন্ত্যন ইসলাম, কবি ও গল্পকার নুরুন্নাহার মুন্নি, কবি ও ছড়াকার কাজী রাসেল, কবি, গল্পকার ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, কবি জাহিদ নয়ন, সাহিত্য মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু, অনুষ্ঠানের উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ হানিফ, সচিব আরিফুল ইসলাম শান্ত, যুগ্ম সম্পাদক সামিয়া আলম, সহ সাংগঠনিক সম্পাদক এএম সাদ্দাম হোসেন, আবৃত্তি সম্পাদক নুরুন নাহার নিশি, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইয়াছিন দেওয়ান।

jagonews24

বক্তারা বলেন, ‘সাহিত্যকর্মীরা সত্য সুন্দরের চর্চা করেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে লেখকদের ভূমিকা অপরিসীম। বর্তমানে চাঁদপুর জেলা সাহিত্যচর্চার একটি অনন্য উর্বর ভূমি হিসেবে খ্যাতি লাভ করেছে। চাঁদপুরের লেখকেরা দেশব্যাপী তাদের সাহিত্যকর্মের দ্যুতি ছড়িয়ে দিচ্ছেন।’

বক্তারা আরও বলেন, ‘কবি ও লেখকদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন খুবই বিরল। এমন আয়োজনের জন্য সাহিত্য মঞ্চ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজনে একে অপরের সাথে হৃদ্যতা বৃদ্ধি পায়। আমরা সাহিত্য মঞ্চের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।