ম. নূরে আলম পাটওয়ারীর দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৫ মে ২০২৫

মেকি কারিগর

সভ্যতার নিয়ম শাস্ত্র কাচের বাক্সে বন্দি
কথার খই ফোটে, চতুর বেজিরা বটগাছ হয়!
আমজন কবিরাজ হাততালি দেয়;
সবজান্তার টিকিট কেটে
সিগন্যালে ভাঙে মেকি কারিগর
যন্ত্রণার বলিকাঠে নিয়মের রক্ষাদ্বার।

**

জীবন

একটা বিরুদ্ধ সময় স্রোতে
জীবন,
ফরমায়েশী কাজ। অফিস হাট-বাজার
অবিরাম অস্থিরতা, ক্ষয়ে যাচ্ছে আয়ু
বাড়ছে জীবনের দায়।

স্বাধীনতা-সুখ সুদূর-পরাহত
স্বপ্নরা চৌচির
দাসত্বের অন্য নাম জীবন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।