আমার অপরূপ গাঁয়

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৮:০১ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

এই ছবি শুধু ছবি নয়
এ এক দৃশ্যকাব্য!
বাতাসে বয় অনুরণন!
এ আবৃত্তি অনুভব্য!

শেষ বিকেলে জগলু নিরালে
যমনাই খালের ঢালে;
কচি কোমল মখমলে অমল
সবুজ ঘাসের কোলে।

যমনাইর জল একেবারে তল
কচুরিপানায় ছাওয়া;
সবুজে সবুজে মিলে একাকার
যমনাই খালই হাওয়া।

শ্যামলা গাঁয়ের শেষ সীমানা
যেন স্বর্গীয় স্বপ্নপুর!
পেছনে অদূরে সেতু আদুরে
দৃশ্য বলে গোপালপুর!

আরও পেছনে শান্ত মেঘনা
চারদিকে ফসলের মাঠ!
দূরে যতদূর চোখ যায় সুদূর
শুধু রবিশস্যের ঠাট!

সরিষা, মটর, কলাই, ধনিয়া
কী যে বাহারি ফুল!
মনোহর দৃশ্য স্বর্গীয় সুদৃশ্য
হৃদয়টা হুলস্থূল!

নীরব-নিস্তব্ধ, শান্ত-স্নিগ্ধ
অনন্য-সুন্দর বিকাল।
ধূপছায়ায় প্রকৃতির মায়ায়
হৃদয় উথাল-পাথাল।

বিদায়ী সূর্য হেসে বলে
শোন হে, শহুরে বাবু!
এমন বিকেল কোথায় মেলে?
দেখেছো কোথাও কভু?

এ মাটির তুল্য বলাবাহুল্য
এ মাটি অতি কুলীন!
বিশ্ব চুষে এ মাটিতে এসে
হেসে হবো বিলীন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।