অণুকবিতা
বিষণ্ন মেয়ে এবং অন্যান্য
বিষণ্ন মেয়ে
যতটুকু সময় তাকে দেখেছি—
মনে হয়েছে,
সে যেন নিদারুণ কষ্টে জর্জরিত।
হয়তো প্রেমের,
নয়তো প্রেমিকের,
অথবা ভালোবেসে...
কিম্বা—ভুল করে।
****
প্রস্থান
আমাকে ছেড়ে যাওয়ার আগে,
তোমার হৃদয়ের জানাজায়
ইমামতি করতে দিয়ো—
আমি শেষবার তোমার প্রেমের নামেই তাকবির তুলবো, মোহিনী।
****
প্রশ্ন
খোদা, আমারে মানুষ বানাইলা ক্যান?
মদিনার পাখি বানাইলে কী হইতো!
এই মানবীয় জ্ঞান–বুদ্ধি–বিবেক—সবই বৃথা,
যদি মদিনাওয়ালার প্রেম না থাকে হৃদয়-মাঝে।
****
বিচ্ছেদ
আমি তার প্রতি এতটাই আসক্ত,
যে বিদায়ের মুহূর্তে ভাবি—
আমার নয়,
বিচ্ছেদে কষ্টটা ওরই বেশি হবে না তো?
অথচ ভালো না বেসে ছেড়ে যাচ্ছে সেই!
****
ভালোবাসি এবং সে-ও বাসে
আমি তারে ভালোবাসি—
শুনেছি সে-ও বাসে।
ভালো না বেসে যাবে কোথায় সে?
সে ভালোবাসে এ কথা বলতে যে, ‘ভালো লাগে না, ভালোবাসি না কবি’
সে ভালোবাসে আঘাতে, কথার তীক্ষ্ণতায়।
আর তার ভালোবাসা—
শীতের রাতে পোশাকহীন পথিকের মতো যন্ত্রণা দেয়।
তবু তাকে ফিরিয়ে দিই কেমন করে?
সে কিছু একটা তো ভালোবাসে—
যদিও তাতে আমি প্রতিদিন অল্প অল্প মরি।
এসইউ/এমএস