অনন্য কাওছারের দুটি কবিতা

শহীদের বুকের জখম ও রাজপথ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫

 

শহীদের বুকের জখম

এখনও শুকায়নি রক্তের দাগ

বিজয়ের কয়েকশো কোটি পেরোলেও

সেইসব ভাস্বর উজ্জ্বল থেকে যাবে শহীদের

বুকের জখম, হাড়ের তেজোদ্দীপ্ত

সংগ্রামী চেতনা পায়ের প্রতিটি

ধ্বনির ডগায় ঝুলে আছে

শব্দে শব্দে

বর্ণে বর্ণে

আমার চেতনায়

আমার বেদনায়

আমার কবিতায়

পবিত্র প্রার্থনার মত নীলোজ্জ্বল চিরকাল

স্বাধীনতা পাখিদের কোলাহল নিয়ে আসে

রক্তে আগুন জ্বালিয়ে বিজয়ের মাসে।

 

****

 

রাজপথ

এখনও তপ্ত দুপুরে গোধূলি হতে অনেক বাকি

বেরিয়ে এসো সংগীতের মৃদুস্বর

মিছিলে মিছিলে দেখা হয়ে যাবে তোমার আমার

রাজপথে, অলিতে-গলিতে স্লোগানে স্লোগানে

দেখা হয়ে যাবে অরণ্যের মত সুনিবিড়

ঘাসের সবুজে ঝলমলে বিজয়-শিশির।

 

কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।