বিজয় দিবসের কবিতা

মুক্তিপথ: একাত্তর

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

সাত মার্চের অগ্নিকণ্ঠ—‘যার যা আছে প্রস্তুত থাকো’
পঞ্চান্ন হাজার বর্গমাইলে ভাঙে জনস্রোত
প্রতিরোধ-আগুন—লাল-সবুজ
সংগ্রামের শেষে মুক্তিপথ
ধ্রুবতারা জ্বলজ্বলে—ষোলোই ডিসেম্বর।

গ্রীষ্ম বর্ষা শীত পেরিয়ে বসন্ত
দুর্বার দুর্লংঘ্য ভেঙে ভেঙে সম্মিলিত মুষ্টিবদ্ধ
কালুরঘাট থেকে মুজিবনগর হয়ে গড়েছে এ মুক্তিপথ
একটি তারা—জ্বলছে অবিরাম—ষোলোই ডিসেম্বর।

ষোলোই ডিসেম্বর দিয়েছে একটি মানচিত্র
ষোলোই ডিসেম্বর দিয়েছে একটি পতাকা
ষোলোই ডিসেম্বর জ্বলছে তো জ্বলছেই
ষোলোই ডিসেম্বর উড়ছে তো উড়ছেই।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।