অনন্য কাওছারের কবিতা

বাংলাদেশের শোকার্ত পতাকা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫

কোনো এক গভীর বোধের জনারণ্য ছায়াতল
আমাকে তাড়িয়ে দেয় সবুজ পাহাড় থেকে
মাঠ-ঘাট, নদী-নালা, বন-জঙ্গল থেকে
লোকালয়ে বা বিলের বিসর্পিল জলের
বৃত্তাকার ঢেউয়ের থেকে আমি আজ দূর, বহুদূর
আমাকে আজ গ্রহণ করেনি নীলাকাশ
মাটি ও মানুষ, দুপুরের হলুদাভ রোদ
কানের পাশে কেউ করেনি বহুদিন ফিসফাস
শান্ত গলায় বলেনি, ‘কোথায় যাচ্ছো উদাসীন পথিক?’
আমার ক্রমশ বয়স বাড়ছে, বিভক্তি, বিরক্তি বাড়ছে
একা হয়ে উঠেছে কালের জনাকীর্ণ পথের রেখা
বেড়েছে দূরত্ব স্বকীয় অনুভব থেকে কী ভীষণ
নিজের আবেগাপ্লুত সুনিবিড় সংলাপ থেকে আমি বহুদূর
দূরদর্শী চোখের পলকে তাকালে এই মানচিত্রের দিকে
মুহূর্তে রক্তাক্ত বুকের জখম আরও শাণিত হয়
পোড়ে ছাই হয়ে উড়ে মানুষের কঙ্কাল
চৈতালি কাঠের চেয়েও সহজে জমা হয় লাশের স্তূপ
মানবিক বোধ সেই কবে মরে পড়ে আছে
আমি আজ বাংলাদেশ থেকে শোকার্ত পতাকা।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।