ওসমান হাদিকে নিয়ে কবিতা: রাসপুটিন

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

(বিপ্লবী বীর হাদির প্রতি উৎসর্গ)

নিশ্চুপ হয়ে গেল একটি কণ্ঠ—
বলা যায়, চুপ করে দেওয়া হলো জোরালো এক স্তম্ভ!

এগিয়ে আসছে রক্ত, ঘূর্ণিঝড়
অপর দিক থেকে ধেয়ে আসছে
হিংসা, বিদ্বেষ, ক্ষমতা, লোভ, উগ্রতা
মাঝখানে শুধুই অন্ধকার...

আগুনে আলুপোড়া খাওয়ার লোকের অভাব নেই
এ হলো বাঙালির চিরকালীন দুর্ভাগ্য
হাদিরা মাঝেমধ্যে জেগে ওঠেন ফিনিক্স হয়ে।

রাসপুটিন হয়ে যায় বিপ্লবী দেশপ্রেম
রাসপুটিন হতে হতে একসময় মাথা উঁচু করি আমরা
জেগে ওঠে গণতন্ত্র জোয়ার।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।