সাইমা বিভার কবিতা: কুয়াশার শহরে

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

উত্তুরে হাওয়া জানে না কোনো ট্রাফিক সিগন্যাল,
জানালার কাচ ভেদ করে সে ছুঁয়ে দেয় মধ্যবিত্তের দালান।
শহরের পিচঢালা পথে যখন নামে কুয়াশার ভারী পর্দা,
তখন ফুটপাতে শুয়ে থাকা জীর্ণ চাদরটা
স্বপ্ন দেখে একটা আস্ত সূর্যের।
লেপের নিচে গুটিসুটি মেরে যারা সুখ খুঁজি,
কফির মগে ঝড় তুলে বলি, ‘কী দারুণ ওয়েদার!’
তারা জানি না, ওপারের ওই ফ্লাইওভারের নিচে,
শীত মানে বেঁচে থাকার অঘোষিত যুদ্ধ,
শীত মানে মায়ের আঁচলে জমে থাকা শেষ উষ্ণতার নাম।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।