গোলাম রববানীর পাঁচটি কবিতা
মহাকালের ইতিহাস
আঙুলের শীর্ষে নাচে একফোঁটা স্বচ্ছ জল
অবেলায় টুপ করে পড়বে ঘোলাটে জলাশয়
কেউবা তৃষ্ণায় ধুঁকছে বাঁচার মতো জীবন
মৃত্যুর দুয়ার খুলে মুখে দেয় খোদা মৃত্যুপানি
ঘুমন্ত পৃথিবীতে জেগে থাকার কী বাহানা
সম্মান কী, অর্জন কী, কি'বা তার বিসর্জন
যুগে যুগে কালে কালে কেবলই জরায়ুর ক্ষয়
কী হবে শিশ্ন বিদ্রোহ, নিপতিত বর্ণাবর্তন
নব ভাবনায় খোলাখুলি রাজনীতির নিছিদ্র
গোপন কামরা ভরে বেশ বিনষ্ট নষ্ট ফসল
পূর্ণতেই হাসি নেই নেই বিজয়ের কোনো বৃষ্টি
জাতে বাঙালি আমি, মাথাটাতো খাটাতেই পারি
ধ্বংসের প্রান্ত যেখানে, জন্মের শুরু সেখানে
বেইজ্জতিই বিভাজিত হয়, সম্মিলিত হয় ইজ্জত।
****
মানবতার মানচিত্র
এই সুন্দর সুনীল শীতরোদ ঝলমলে দিনে
সবুজ গাছের ফাঁকে ফাঁকে চোখের বেদম নেশা
অত্যাচারীরা কখনো ছাড়িয়ে যেতে পারে না
এই বিধ্বস্ত যুদ্ধজীবন নিয়ে আকাশের নিচে
সুন্দরকে পুঁজি করে দিতে হয় সুন্দরকে দিয়ে
তবে ছেড়ে গেলে কেউই ছেড়ে যেতে পারে না
অবিকল অক্ষতই থাকে এই বিশ্ব মানচিত্র
নতজানু হয়ে উপসনালয়ে পৃথিবীর এত প্রাণ
আমাদের পরিচয় পূর্বপূরুষের নেতৃত্ব ও সম্মান
মিথ্যে লোভের আগুনে পোড়া ছাইভস্মের সমান
নিরাময় প্রতিহতে ইয়াং জেনারেশন দরকার
হয় জীবন না হয় মরণ ঝেড়ে এই সনাতনী কথা
আমাদের জলের মতন হতে হয় জলের সমান
আমাদের মায়ের মতন হতে হয় মায়ের সমান
****
আমার একটি পরিকল্পনা চাই
আমার একটি পরিকল্পনা লাগবে।
তাই মায়ের মাটি স্পর্শ করেছি, শুধু একটি পরিকল্পনার জন্য।
আমার জনগণকে বিশ্বাস করেছি, শুধু একটি পরিকল্পনার জন্য।
যে স্বপ্ন আমি দেখেছি, যে জনেতে আমি জমেছি,
যে মাটি আমার আমি ঠোঁটস্থ করেছি
একটা পরিকল্পনা নিতে সতেরো বছর অপেক্ষার
ক্ষণ গুনেছি
এখন আমি পরিকল্পনার পথ ধরেছি, আমাকে
বাংলাদেশ বুলেটিন দাও,
জনতা তোমরা দেখে নিও, পাঁচ অগাস্ট পরবর্তী সুখের প্রাসাদ কতটুকু শক্তিশালী!
****
আরেকটা পরিকল্পনার খোঁজে
আদতেই চব্বিশের চব্বিশা, দ্বিতীয় স্বাধীনতার হে বিপ্লবীরা, শোনো!
নেপথ্যের নায়ক খলনায়কে আমি বিশ্বাসী নই
বরং সাধারণ মানুষ,সেই দিন নেমেছিল রাজপথে,
হে গণঅভ্যুত্থানকারী মানুষ, ঠিক এভাবেই
এগিয়ে চলো, এগিয়ে চলো,
সংস্কার করো, সংস্কার করো,
সংস্কারের কেচ্ছাটা সব ড্রামা, সংস্কারের নামে সব
তামাশা,
বাংলাদেশের একটাই পরিকল্পনা চাই, সেটা হলো আমার একটা পরিকল্পনা আছে...
আর আরেকটা নাটকের অধীর প্রতীক্ষায় আছে..
****
খালেদা জিয়া, ক্ষমা করো
খালেদা জিয়া! হে আপসহীন নেত্রী!
ক্ষমা করো আমায়। ক্ষমা করো।
আমার কোনো সংবিধান নেই,
জোড়া হাতে মোনাজাতের হাত নেই
আমার কোনো ক্ষমতা নেই।
আইন চাইবার মতো আদালত নেই
আমার যা আছে তা হলো সামান্যই কিছু কথা
আর কথার মূল্য সেই বেশি হে প্রিয়!
হে গণতন্ত্রকামী নেত্রী, বেঁচে থাকা কতটা কঠিন
অথচ মৃত্যু কতটা না সস্তা!
হায় বাংলা, সোনার বাংলাদেশ,
ক্ষমতার কাছে ক্ষমতাধরও কতটা অসহায়!
খালেদা জিয়া, ক্ষমা করো আমায়!
কেএসকে