সুবীর মণ্ডল স্মৃতি পুরস্কার পেলেন কবি রাহেল রাজিব

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

কলকাতা থেকে সুবীর মণ্ডল স্মৃতি পুরস্কার ২০২২ পেয়েছেন বাংলাদেশের কবি ও কথাসাহিত্যিক রাহেল রাজিব। গত ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় কলেজ স্ট্রিটের প্রথম থিম বুকশপ অভিযান বুক ক্যাফের হলঘরে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘সুবীর মণ্ডল স্মারক বক্তৃতা ও সুবীর মণ্ডল স্মৃতি পুরস্কার ২০২২’ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সত্তর দশকের কবি সুব্রত সরকার। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাকা মুখোপাধ্যায়।

অনুষ্ঠানের প্রথম ভাগে উত্তরীয় পরিয়ে পুরস্কারপ্রাপ্ত দুই কবি রাহেল রাজিব ও পৌলমী গুহকে বরণ করে নেওয়া হয়। ‘সুবীর মণ্ডল স্মারক বক্তৃতা’ প্রদান করেন কথাসাহ্যিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়।

বক্তৃতা শেষে পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয় দুই কবিকে। পুরস্কৃত দুটি পাণ্ডুলিপি থেকে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি সুবীর মণ্ডলের সহধর্মিনী হেনা মণ্ডল।

সুবীর মণ্ডল স্মৃতি পুরস্কার পেলেন কবি রাহেল রাজিব

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় কবি রাহেল রাজিব বলেন, ‘কবিতা এক বিমূর্ত কাঁটাতার, যেখানে অনুভূতির সকল প্রতিবন্ধকতা বিরাজমান। এই কাঁটাতার বুকে ধারণ করেই ভূখণ্ডের সীমারেখা যেমন নির্ণীত—কবিতাও তেমনি বিমূর্ত।’

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে কবিতা পাঠ করেন জনপ্রিয় কবি রুদ্র গোস্বামী, ঋজুরেখ চক্রবর্তী, রঞ্জনা ভট্টাচার্য, সুস্মিতা বিশ্বাস, পবিত্র গায়েন, মোনালিসা রহমান, সুদীপ চট্টোপাধ্যায় ও অমৃতেন্দু মণ্ডল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দুই বাংলার নন্দিত প্রকাশক মারুফ হোসেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।